শনিবার রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে সন্ত্রাসীরা।
Published : 03 Feb 2025, 11:27 PM
বান্দরবানে লামা উপজেলায় অপহৃত সাত শ্রমিক মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু পাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান বলেন, “সোমবার রাতের দিকে যৌথ বাহিনীর অভিযানের মুখে অপহৃত সাত শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। তারা সবাই অক্ষত অবস্থায় নিরাপদে মুক্তি পেয়েছেন।”
শনিবার রাতে লামা উপজেলার লুলাইন এলাকা থেকে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে সন্ত্রাসীরা। এরপর থেকে তাদের উদ্ধারে নামে পুলিশ ও সেনা সদস্যের যৌথ বাহিনীর দল।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস জানিয়েছিলেন, সাত শ্রমিক চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারেন।
এদিকে স্থানীয় এক কাঠ ব্যবসায়ী দাবি করেছেন, “মুক্তিপণ দিয়ে শ্রমিকরা ছাড়া পেয়েছেন।”
কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান বলেন, “সাত শ্রমিক আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। তাদেরকে যার যার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”