চুয়াডাঙ্গায় জব্দ করা সোনার গহনার ওজন ৩০৬ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
Published : 23 Nov 2024, 07:37 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে ২২টি সোনার গহনা জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে অবৈধভাবে অনা হয়েছিল বলে ভাষ্য বিজিবির।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে সীমান্তের ছয়ঘরিয়া মসজিদের পাশের এলাকা থেকে এসব জব্দ করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমেদ।
তিনি জানান, গোপন খবর পেয়ে সুলতানপুর বিওপির বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন দর্শনার দিকে যাচ্ছিলেন।
“বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে, তারা মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা একজন তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দেন। পরে ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে পাশের বাগানে পালিয়ে যান।
“অন্য দুজন মোটরসাইকেল নিয়ে সীমান্তের দিকে চলে যান। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২২টি ভারতীয় সোনার গহনা পাওয়া যায়।”
জব্দ করা ২২টি সোনার গহনার ওজন ৩০৬ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৩৮ লাখ টাকা বলে জানায় বিজিবি।
জব্দ করা সোনার গহনা চুয়াডাঙ্গার ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা মেজর কাজী আসিফ আহমেদ।