দুপুরে নগরীর মহিষবাথান এলাকায় এ ঘটনার সময় গাড়িতে দুই পুলিশ সদস্য থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Published : 31 Jul 2024, 05:17 PM
রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর মহিষবাথান এলাকায় এ ঘটনার সময় গাড়িতে দুই পুলিশ সদস্য থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানায়, মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। দুপুর আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জন ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে।
এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনার পর ওই এলাকা থেকে পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটককৃতরা নিজেদের ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।
রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, “জেলা প্রশাসনের কার্যালয় ঘিরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষাকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই হামলা করে ভাঙচুর করা হয়।”