Published : 28 Apr 2025, 10:12 PM
গাজীপুর মহানগরীতে একাধিক শিশু-কিশোরকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার ইমামের মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাত ৪টার দিকে গাজীপুর জেলা কারাগারে তিনি মারা যান বলে গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার ওসি এস এম আমিরুল ইসলাম জানান।
নিহত রহিজ উদ্দিন খোকন (৩৫) চাঁদপুর মতলব থানার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন। গাজীপুর মহানগরীর ঝাজড় এলাকায় জমি কিনে বাড়ি করে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
মামলার বরাতে সোমবার পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে রোববার সকালে স্থানীয়রা রহিজ উদ্দিনকে আটক করে গাছে বেঁধে গণপিটুনি দেয়। এলাকাবাসী তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
পরে ভুক্তভোগী এক কিশোরের বাবা বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রাতেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, “রহিজ উদ্দিনের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। রাত ৩টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”