মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়া সময় তাদের আটক করে হাইওয়ে পুলিশ।
Published : 10 Mar 2025, 08:33 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার বিকালে ফেনী হাইওয়ে মহিপাল থানায় এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান হাইওয়ে পুলিশ কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।
এর আগে রোববার মধ্যরাতে মহাসড়কে ঢাকামুখী লেনের ফাজিলপুর এলাকার নজির আহাম্মদ ব্রিকস ফিল্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), একই এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫) এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)।
সংবাদ সম্মেলনে খাইরুল আলম বলেন, রমজান ও ঈদ ঘিরে মহাসড়কে ডাকাতি-ছিনতাই নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল দিনরাত কাজ করছে। রোববার মধ্যরাতে হাইওয়ে পুলিশের টহল দল ঢাকামুখী সড়কে একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেই থামানোর সংকেত দেয়।
কিন্তু চালক গাড়ি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও গাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাক কাভার থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল, লোহার চাপাতি, চাকু, ছুরি, দুটি লোহা কাটার হ্যাকসা ব্যালেট ও দুটি স্টিলের পাইপ জব্দ করা হয়। এ ছাড়া আটক করা হয় পাঁচজনকে।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
পরে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খাইরুল আলম।
সংবাদ সম্মেলনে মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ, হাইওয়ে ফাজিলপুর থানার পরিদর্শক জাকারিয়াসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।