উপাচার্য জাকির হোসেনের পদত্যাগের পাশাপাশি তার অধীনে বিশ্ববিদ্যালয়ে হওয়া সব নিয়োগ বাতিলের দাবিও জানান হয় মানববন্ধন থেকে।
Published : 20 Oct 2024, 04:53 PM
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।
রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, “ভিসি জাকির হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত, আওয়ামী লীগের একাধিক পদধারী এবং দুর্নীতিগ্রস্থ। তিনি ছাত্র-জনতার অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পরও পলাতক আওয়ামী দোসরদের সহযোগিতা নিয়ে প্রশাসন পরিচালনা করছেন।”
মানববন্ধনে আরেক বক্তা কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার ছাত্র ফয়সাল আহমেদ সাগর বলেন, “দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে ভিসি জাকির হোসেনের পদত্যাগ জরুরি। তাই আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করার আলটিমেটাম দেওয়া হল। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
উপাচার্য জাকির হোসেনের পদত্যাগের পাশাপাশি তার অধীনে বিশ্ববিদ্যালয়ে হওয়া সব নিয়োগ বাতিলের দাবিও জানান হয় মানববন্ধন থেকে।
এ সময় আরও বক্তব্য রাখেন- আব্দুল আজিজ নাহিদ, শিপন সরকার, আব্দুর রাজ্জাক রাজ, রাগিব পাটোয়ারী, খন্দকার আল ইমরান, মাহমুদুল হাসান লিমন।
বক্তারা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকির হোসেনের পদত্যাগ দাবিতে একটি স্মারকলিপি জেলাপ্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানোর ঘোষণাও দেন।
দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সর্বশেষ অনুমোদন পেয়েছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের সেপ্টেম্বরে এ বিশ্ববিদ্যালয়ে স্থাপনে সংসদে বিল পাস হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান জাকির হোসেন।
এ বিষয়ে বক্তব্য জানতে উপাচার্য জাকির হোসেনের মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি।
কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় হবে, সংসদে বিল পাস