২০২৪ সালের ১৬ অগাস্ট বরিশালের ওই যুবককে সৌদি আরবে নিয়ে বন্দি করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়।
Published : 28 Jan 2025, 10:36 PM
উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক যুবককে সৌদি আরবে ‘পাচার’ করে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মঙ্গলবার ওই যুবক ভগ্নিপতি ও তার বাবা-মার নামে বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।
শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজিরহাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
বাদী মো. মিলাদ হোসেন (২৮) উপজেলার কাদিরবাদ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন রাঢ়ীর ছেলে।
আসামিরা হলেন- মিলাদের ভগ্নিপতি সৌদি আরব প্রবাসী মুলাদীর খালাসির চর এলাকার বাসিন্দা রাসেল খান, তার বাবা শাহ আলম খান ও মা রানী বেগম।
মামলার বরাতে তুহিন মোল্লা বলেন, “রাসেল খান সৌদিতে চাকরির পাশাপাশি বাংলাদেশ থেকে সেখানে লোক নেন। উচ্চ বেতনে চাকরির আশ্বাস দিয়ে মিলাদকে সাত লাখ টাকায় সৌদি আরবে নেওয়ার প্রস্তাব দের রাসেল। ২০২৪ সালের ১৪ এপ্রিল থেকে বিভিন্ন সময় তাকে সাত লাখ টাকা দেন মিলাদ।
“২০২৪ সালের ১৬ অগাস্ট মিলাদ সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর মদিনার ইয়াম্বু শহরে নিয়ে তাকে বন্দি করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না দিয়ে অপরিচিত সঙ্গীদের সঙ্গে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
“এক পর্যায়ে মিলাদ অসুস্থ হলে পড়লে বিষয়টি তার বাবা-মাকে অবহিত করেন। পরে তারা আরও ৫০ হাজার টাকা সৌদি আরবে পাঠিয়ে দেন। দুই মাস ১৩ দিন পর একই বছরের ১৫ নভেম্বর দেশে ফেরেন মিলাদ।”
তিনি বলেন, দেশে ফিরে মিলাদ তার ভগ্নিপতি রাসেলের কাছে টাকা ফেরত চান। তবে টাকা ফেরত দিতে অস্বীকার করেন রাসেল। পরে পুলিশের পরামর্শে মিলাদ আদালতে মামলা করেন।