ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাউশিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান।
Published : 18 Feb 2025, 12:53 AM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরেকজন।
সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাউশিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান।
নিহতরা হলেন- উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মো. সজিব (২২) এবং পোড়াচক বাউশিয়া গ্রামের সেলিম মৃধার ছেলে মো. নাঈম মৃধা (২১)।
এ ছাড়া আহত মো. হাসানের ছেলে মো. হামজাকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঢাকামুখী লেনের মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্নে কুমিল্লা থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে। পরে আরেকটি গাড়ি এসে তাদের চাপা দেয়।
আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সজিব ও নাঈমকে ঢাকায় স্থানান্তর করা হয়। পথে তাদের মৃত্যু হয়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিমা বলেন, আহত একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। গাড়িটির সন্ধানে কাজ করছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”