“মাটি কাটার মেশিন এস্ক্যাভেটর ভাড়া দেয়ার জেরে সুজনের সঙ্গে উপজেলা যুবদলের সদস্য সাইদ হোসেন আইভির দ্বন্দ্ব হয়।”
Published : 22 Feb 2025, 09:32 PM
ফেনীর সোনাগাজীতে উপজেলায় পূর্ব বিরোধের জেরে যুবদলের এক নেতার বাড়িতে আরেক যুবদল নেতার হামলা অভিযোগ উঠেছে।
হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে উপজেলার চর খোন্দকার এলাকায় সাইফুল ইসলাম সুজনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন।
সাইফুল ইসলাম সুজন চর চান্দিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চর খোন্দকার এলাকার আব্দুল শুক্কুরের ছেলে।
সুজনের ভাই ও হামলায় আহত আবদুল আলিম আজাদ বলেন, “চর খোন্দকার এলাকায় মাটি কাটার মেশিন এস্ক্যাভেটর ভাড়া দেয়ার জেরে সুজনের সঙ্গে উপজেলা যুবদলের সদস্য সাইদ হোসেন আইভির দ্বন্দ্ব হয়।”
এরই জেরে শনিবার বিকাল ৩টার দিকে আইভির নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র যুবক সুজনের বাড়ি গিয়ে তার ওপর হামলা করে। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে বাড়ির অন্য লোকজনের ওপরও হামলা চালায় অস্ত্রধারীরা।
এতে সুজনের ভাই আবদুল আলিম আজাদ, মা সালমা খাতুন, হোসেন আহম্মদ, বাবুল, প্রতিবেশী নূর নবী, মাইন উদ্দিন, জসিম উদ্দিন, হোসেন, ইমন, ইয়াসমিন, শিপন, সোহাগসহ অন্তত ১৫ জন আহত হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুজনের মা সালমা খাতুন বলেন, “চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সাইদ হোসেন আইভি তাদের ওপর হামলা চালিয়েছে। জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।”
এ বিষয়ে জানতে সাইফুল ইসলাম সুজনের মোবাইল নাম্বারে কল দেওয়া হলেও তিনি ধরেন নি।
অন্যদিকে সাইদ হোসেন আইভির বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
তবে আইভীর ভাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন বলেন, “পূর্ব বিরোধের ঘটনায় বাক-বিতণ্ডার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। ”
ওসি বায়েজীদ আকন বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। “
তবে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় কেউ কোনো ধরনের লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।