পর্যায়ক্রমে সব উপজেলার কৃষকদের বীজ-সার ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
Published : 06 Nov 2024, 01:20 AM
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে সাত হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার ও আর্থিক প্রণোদনা বিতরণ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
পুনর্বাসন কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে সাত হাজার ৭৫৮ কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একরাম উদ্দিন।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল হোসেন এবং সমবায় কর্মকর্তা ইকবাল হোসেন বক্তব্য দেন।
কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় সদর উপজেলার ১২টি ইউনিয়নের ছয় হাজার ২০৮ জন কৃষককে নয় প্রজাতির ২০ প্যাকেট সবজির বীজ ও বিকাশের মাধ্যমে প্রত্যেককে এক হাজার টাকা প্রণোদনা দেওয়া হচ্ছে।
এ ছাড়া তৈলবীজ শস্যের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এক হাজার ২০০ কৃষককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
৩৫০ কৃষককে আট কেজি খেসারি বীজ, ১০ কেজি ডিএপি, পাঁচ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে বলে জানান শারমিন আক্তার।
প্রণোদনার বীজ ও সার নিতে আসা কৃষক মীর হোসেন বলেন, বন্যায় যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ সম্ভব নয়। এ ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। বন্যার পর ধারদেনা করে আবাদ শুরু করেছেন তিনি। সরকারি সহায়তা পাওয়া অনেক উপকার হল তার।
পর্যায়ক্রমে সব উপজেলায় কৃষকদের বীজ-সার ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একরাম উদ্দিন।