ফেনীতে চিনির ট্রাক পোড়ানোর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

পুলিশ জানায়, গ্রেপ্তার টিপু সদর উপজেলা যুবলীগের সদস্য এবং ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 11:01 AM
Updated : 7 Nov 2023, 11:01 AM

ফেনীতে বিএনপি-জামায়াতে ইসলামীর প্রথম দফা অবরোধের শেষ দিনে চিনি বোঝাই ট্রাকে আগুন দেওয়ার মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

মঙ্গলবার ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, ট্রাক ও ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির মালিক উজ্জ্বল বৈদ্য বাদী হয়ে ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

গ্রেপ্তার নুরুল উদ্দিন টিপু (৩৫) সদর উপজেলা যুবলীগের সদস্য এবং ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, ২ নভেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপোলে ১৫-২০ জন রাস্তায় গাছ ফেলে যানবাহন চলাচলে বাধা দেয়৷ পরে তাদের হাতে থাকা লাঠিসোঁটা দিয়ে যানবাহন ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

এ সময় দুর্বৃত্তরা সড়কে থাকা ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সির চিনি বোঝাই ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আসামি টিপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্রাক ও ভাই ভাই ট্রান্সপোর্ট এজেন্সি মালিক উজ্জ্বল বৈদ্য জানান, চট্টগ্রামের এস আলম কারখানা থেকে ট্রাক ভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশে রওনা হন গাড়ির চালক আবদুস সামাদ। গাড়িটি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর উপর পৌঁছলে দুর্বৃত্তরা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে ট্রাকে আগুন দেয়।

ফেনী সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুল আবছার আপন বলেন, “গ্রেপ্তার টিপু উপজেলা যুবলীগের সদস্য ও ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে চিনি বোঝাই ওই ট্রাকে আগুনের ঘটনায় ৪ নভেম্বর রাতে ফেনী শহরের বিরিঞ্চি এলাকা থেকে ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রুবেলকে (৩০) গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরে তাকে থানায় হস্তান্তর করলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন:

Also Read: ফেনীতে মহাসড়কে চিনি বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ