“আমুড়িয়া গ্রামের মাতবর নওশের মোল্লার সঙ্গে আরেক মাতবর শাহাদাৎ হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল।”
Published : 20 Oct 2024, 03:48 PM
মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তার গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুডিয়া গ্রামে রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে মাগুরা সদর থানার ওসি মোহাম্মদ আইয়ুব আলী জানান।
আহতদের মধ্যে ছয়জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত এবং আটকদের বিস্তারিত-নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসীর বরাতে ওসি আইয়ুব বলেন, “র্দীর্ঘদিন ধরে আমুড়িয়া গ্রামের মাতবর নওশের মোল্লার সঙ্গে আরেক মাতবর শাহাদাৎ হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে শনিবার আমুড়িয়া দক্ষিণ নতুন পাড়া এলাকা থেকে শাহাদাৎ এর হাকিম মোল্ল্যকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
“এ ঘটনার জেরে রোববার দুপুরে দুই পক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়। পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ঘটনাস্থল থেকে আটক সাতজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।