জব্দ করা মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা হয়েছিল বলে জানায় পুলিশ।
Published : 05 Dec 2024, 10:15 PM
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাড়ে তিন কোটি টাকার বেশি ভারতীয় পণ্যসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সাহেববাড়ী গেইট এলাকা থেকে এসব জব্দ করা হয় বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
জব্দ করা পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, থান কাপড়, চকলেট এবং প্রসাধনী সামগ্রী রয়েছে; যার আনুমানিক বাজারমূল্য তিনি কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১০০ টাকা বলে জানায় বিজিবি।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন খবর পেয়ে সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের একদল জোয়ান সাহেববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কভার্ড ভ্যান মহাসড়কে রেখে চালক পালিয়ে যান।
পরে কভার্ড ভ্যান তল্লাশি করে এক হাজার ৪৭টি শাড়ি, আট হাজার ২৬৭ মিটার থান কাপড়, ৮৬০ মিটার সোফার কভারের কাপড়, এক হাজার ৩০৪টি পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, চার হাজার ৮০০টি বেটনোভেট সি ক্রিম, ৩২ হাজার ৪০০টি স্কিন সাইন ক্রিম, ২৭ হাজার ২৮০টি ক্লোপ-জি ক্রিম, ৪১২টি ওয়াইল্ড স্টোন বডি পারফিউম, ৩৬০টি জনসন বডি লোশন ও ২১ হাজার ৮৮০টি কিটক্যাট চকলেট পাওয়া যায় বলে জানান তিনি।
জব্দ করা মালামালগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা হয়েছিল; যা পরে কাস্টমসে হস্তান্তর করা হয় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় বিজিবি মাধবপুর থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।