পুলিশ জানায়, কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য এবং ময়মনসিংহ থেকে আসা একদল ডুবুরি অভিযান চালাচ্ছে।
Published : 13 Jul 2024, 07:23 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নৌকায় জুয়ার আসরে অভিযানের সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে একদিন ধরে নিখোঁজ রয়েছেন এক যুবক ।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুম জানান।
নিখোঁজ হালিম মিয়া (৩৫) ওই উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়দের বরাতে পরিদর্শক ওমর বলেন, “ওই এলাকায় কৈজানি নদীতে ইঞ্জিন চালিত নৌকায় জুয়ার আসর বসিয়ে ২০-২৫ জন জুয়া খেলছিল। পুলিশ খবর পেয়ে নৌকায় চড়ে ওই জুয়ার আসরে অভিযান চালায়।
“তখন জুয়ার আসরে থাকা লোকজন পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন হালিম মিয়া।”
ওমর কাইয়ুম আরও বলেন, “ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও হালিমের স্বজনরা তাকে উদ্ধারে রাতভর চেষ্টা চালান। সকালে উদ্ধার তৎপরতায় যোগ দেন কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। দুপুরের দিকে তাদের সাথে যোগ দেন ময়মনসিংহ থেকে আসা একদল ডুবুরি।”
নিখোঁজের চাচাতো ভাই রাজীব আহমেদ ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বলেন, “আমরা খবর পেয়ে রাতেই নদীতে তার খোঁজ করি। সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানাই।”
সেদিন ঘটনাস্থল থেকে উপজেলার বিভিন্ন গ্রামের আটজনকে আটক করা হয় জানিয়ে কেন্দুয়া থানার পরিদর্শক ওমর কাইয়ুম আরও বলেন, “থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে।”