ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুইশ টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
Published : 17 Apr 2025, 06:52 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে এক কিশোরকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান।
দণ্ডিত ১৭ বছর বয়সি কিশোরের বাড়ি ওই উপজেলায়।
সাকিব হাছান বলেন, “সকালে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন বহিরাগত ওই কিশোর পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুইশ টাকা জরিমানা এবং সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।”
নকলের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নকল সরবরাহের দায়ে অভিযুক্ত কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে।