জেলা শহরের ধরলা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
Published : 10 Dec 2024, 12:09 PM
কুড়িগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুটি পিকআপ জব্দ করা হয়েছে; এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে জেলা শহরের ধরলা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানান কুড়িগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরির্দশক তরুণ কুমার রায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ইব্রাহীম খলিল (৪০), নাটোরের মো. কাঁজু ( ৪৫), টাঙ্গাইলের মেহেদী হাসান (২০), জয় ইসলাম (২০), আলাউদ্দিন শিকদার( ২০) ও হামিদুল শিকদার (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পিকআপ দুটি ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক তরুণ কুমার রায় বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। সদর থানার মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।