কোটচাঁদপুর যাওয়ার পথে বাসের ধাক্কায় কলাবোঝাই ভ্যানের চালক রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দেয় বলে জানায় পুলিশ।
Published : 13 Apr 2025, 03:27 PM
ঝিনাইদহের কোটটচাঁদপুর উপজেলায় বাসচাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।
রোববার সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কে উপজেলায় এলাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর।
নিহত চৈতন্য পাল একই উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে।
ওসি কবির হোসেন বলেন, সকালে চৈতন্য পাল কলাবোঝাই ভ্যান নিয়ে বাড়ি থেকে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।