“তিনি তার শ্রমিকদের টাকা দেননি। ওদেরকে তিনি ঠকাইছেন। সেই জন্য তার বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার।”
Published : 02 Jan 2024, 09:11 PM
প্রচলিত আইন অনুযায়ী শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসের বিচার হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পাড়ে প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (সদর) আসনে নৌকার প্রার্থী মোমেন বলেন, “মুহাম্মদ ইউনূস আমাদের জাতীয় সম্পদ, তিনি নোবেল বিজয়ী। আমরা তাকে অত্যন্ত সম্মান করি। কিন্তু পৃথিবীতে বহু সম্মানিত লোক আছেন, যারা অন্যায় করেছেন ক্রাইম করেন, তারা শাস্তিও পান। এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ইউনূসও ক্রিমিনাল কাজ করেছেন।
“আমি যেটা জানি, তিনি তার শ্রমিকদের টাকা দেননি। ওদেরকে তিনি ঠকাইছেন। সেই জন্য তার বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার। প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হয়েছে। এতে বাংলাদেশের কোনো অসুবিধা হবে না। কারণ প্রত্যেক দেশই আইনকে সম্মান দেয়।”
নির্বাচন নিয়ে বিবিসির প্রতিবেদন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “না আপনারা দেখেন যে, বিবিসি বিভিন্ন রকম প্রতিবেদন দেয়; প্রায়ই তারা দেয়। তারা বলল, বাংলাদেশে কোভিডের কারণে ৫ থেকে ১০ কোটি লোক মারা যাবে।এত লোক মারা যায়নি। ওরা একটা বলার জন্য দেয়, এটা মিডিয়া।
“আপনার মিডিয়ার লোক, মিডিয়া অনেক সময় রকমারি কিছু বলেন, যাতে আকর্ষণ হয়। বাংলাদেশের এই নির্বাচনটা অনেকেই নিয়ে আলোচিত করছে। আপনারাও রকমারি কিছু একটা দিয়েন। আমার মনে হয় না কোনো রিপোর্টের ভিত্তিত্বে কোনো সরকার সিদ্ধান্ত নিবে। আমাদের সব দেশের সঙ্গেই সুর্ম্পক রয়েছে, এ ক্ষেত্রে একটা দুটো রিপোর্ট নিয়ে আমরা...।”
প্রবাসীদের উদ্দেশ্যে মোমেন বলেন, “আওয়ামী লীগ সরকার প্রবাসীবান্ধব। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও একাত্তর পরবর্তী দেশ গঠনে প্রবাসীরা সব সময় বঙ্গবন্ধুর সাথে ছিল। শেখ হাসিনাকেও আশ্রয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রবাসীরাই। প্রবাসীরা দেশ প্রেমিক তাদের স্বদেশ প্রেম প্রগাঢ়।”
আওয়ামী লীগ সরকার ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করেছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। আমরা চাই দেশের কোথায় কী সুযোগ রয়েছে তা প্রবাসীরা জানুক, যাতে তারা সম্পৃক্ত হতে পারে। সরকার প্রবাসীদেরকে ৩৪টি সেবা ডিজিটাল অ্যাপসের মাধ্যমে প্রদান করছে।”
এ সময় দেশে প্রবাসীদের হয়রানি বিশেষ করে জমি-সম্পত্তি বেদখল রুখতে র্যাপিড ট্রাইবুনাল গঠন ও ভূমি প্রশাসন শক্তিশালী করার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
সভায় প্রবাসীরা তাদের বিভিন্ন অভিযোগগুলো তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে তাদের অংশগ্রহণের কথা জানান মন্ত্রীকে।
প্রবাসী ব্যক্তিত্ব সেলিম মুবদার সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, মাহার স্বত্তাধিকারী মাহি উদ্দিন সেলিম ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুলসহ অন্যরা বক্তব্য রাখেন।