“ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
Published : 30 Sep 2024, 01:49 PM
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজনের প্রাণ গেছে।
ঘোড়াঘাট থানার এসআই সাব্বির হোসেন জানান, উপজেলার রানীগঞ্জ বাজারে সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মাছ ব্যবসায়ী গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ভ্যানচালক আনোয়ার হোসেন (৫০)।
আহতরা হলেন-নবাবগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা (৩৬), হাকিমপুর উপজেলার আলামিন (৩৫) ও এনামুল হক (৫০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই সাব্বির বলেন, “ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি কভার্ডভ্যান রানীগঞ্জ বাজারে মাছের আড়তের সামনে দাঁড়িয়ে থাকা ছয়টি ভ্যানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। এ সময় ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
স্থানীয় লোকজনের সহায়তায় কভার্ডভ্যানসহ চালক সিদ্দিক হোসেনকে (৪০) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।