প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ইউএনও।
Published : 30 Mar 2025, 03:02 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেছো বিড়াল ধরে গ্রামবাসী বেঁধে রেখেছে।
রোববার সকালে উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে একটি মেছো বিড়াল গাছের ডালে বসা অবস্থায় দেখকে পায় গ্রামবাসী।
বাহারুল ইমলাম নামে এক গ্রামবাসী বলেন, এটি বন বিভাগের কাছে হস্তান্তর করবে।
তিনি বলেন, “গ্রামবাসী কৌশলে মেছো বিড়ালটি রশি দিয়ে বেঁধে গাছ থেকে নিচে নামিয়ে আনে। এটিকে নিরাপদে রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।”
শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা রানী দাস বলেন, তিনি খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।
“তারা নিয়ে যাবে এবং নিরাপদে জঙ্গলে অবমুক্ত করবেন।”
তিনি বন্যপ্রাণি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।