পুলিশ জানায়, প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Published : 26 Feb 2025, 05:48 PM
আলেম-ওলামাদের মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে সেখানে সমাবেশ করেন তারা।
এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে অন্তত এক কিলোমিটার অংশজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
পুলিশ জানায়, দুপুর ১টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারীরা জানান, ২০১৬ ও ২০২১ সালে সহিংসতায় বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এ সব মামলায় তিন হাজারেরও বেশি হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাকে আসামি করা হয়।
এ সব মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে, তাই সেগুলো প্রত্যাহারের দাবি জানান তারা।
অবরোধ চলাকালে জেলা হেফাজতে ইসলামের সহসাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া বলেন, “গত বছরের ৫ অগাস্টের পর অনেক মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হেফাজতে ইসলাম নেতাকর্মী ও আলেম-ওলামাদের নামে রাজনৈতিক প্রতিহিংসায় করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না।
“আজকের মধ্যে মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা না হলে কালকে থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।