কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের উত্তর আণ্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার ভারপ্রাপ্ত বনকর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান।
Published : 29 Mar 2025, 08:22 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদে একটি কুমিরকে পিটিয়ে মেরে ফেলেছে জনতা।
শনিবার দুপুরে উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের উত্তর আণ্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলার ভারপ্রাপ্ত বনকর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান।
স্থানীয়রা জানান, আড়িয়াল খাঁ নদে গোসল করতে গেলে কুমিরটি তেড়ে আসে। তখন লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পিটিয়ে কুমিরটিকে মেরে ফেলে। কুমিরটি দেখতে কয়েকশ মানুষ ভিড় করে নদীর পাড়ে।
স্থানীয় বাসিন্দা হারুন মোল্লা বলেন, “অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদে কুমির দেখা যাচ্ছিল। ধারণা করছি, সেই কুমিরটিকেই দুপুরে হত্যা করা হয়েছে। কুমির তো পানিতেই বাস করবে। তবে এভাবে হত্যা করাটা ঠিক হয়নি।”
মাদারীপুর বণ্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের সমন্বয়কারী মাসুদুর রহমান সরদার বলেন, “কুমির নদীতে থাকে। তাকে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি।”
ঘটনার সঙ্গে জড়িতদের বন্যপ্রাণী আইনে বিচারের দাবি জানান মাসুদুর।
মাদারীপুরের ভারপ্রাপ্ত বনকর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “আমি শুনেছি একটি কুমিরকে গ্রামবাসী আড়িয়াল খাঁ নদে মেরে ফেলেছে। আমি খোজঁ-খবর নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”