রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Published : 09 Nov 2022, 11:26 PM
মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুটিউব কুইজ কনটেস্টের রাজশাহী বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে অনলাইন পর্বে উত্তীর্ণ মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এই রাউন্ডে দুই পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয়ের কেডি কুইজারস স্কোয়াড এবং সিরাজগঞ্জের বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় টিম এক্সপ্লোরার দল দুটি ঢাকায় টপ-১৬ পর্বের জন্য নির্বাচিত হয়েছে।
অনলাইন পর্বে উত্তীর্ণ ও বিভাগীয় পর্বে বাদ পড়া ১৪টি দলকে ১০,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সচিব শ্যাম সুন্দর শিকদার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এই সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাজেশ পালিত ও রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সাবিহা সুলতানা উপস্থিত ছিলেন।
শ্যাম সুন্দর শিকদার তার বক্তব্যে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহায্য করবে।
তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের খারাপ দিক বর্জন করে ভালো দিকগুলো গ্রহণের আহবান জানান।
মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি গত ১০ই মে ঢাকায় হোটেল শেরাটনে এডুটিউব কুইজ কনটেস্ট ২০২২ এর উদ্বোধন করেন।
এথিক্স অ্যাডভান্স টেকলোনজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মশিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মারসি এম. টেম্বন।
ইএটিএল এর এডুটিউব মূলত একটি নলেজ প্ল্যাটফর্ম। দেশের অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুটিউব এলএমএস-এর মাধ্যমে তাদের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।