কক্সবাজারের টেকনাফের শরণার্থী শিবিরে অস্ত্রধারীদের গুলিতে আহত এক রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
টেকনাফ উপজেলার ২৪ নম্বর নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান (কমিউনিটি নেতা) মোহাম্মদ জাফর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
হাসপাতালে থাকা নিহতের স্বজনদের বরাতে তিনি এ তথ্য জানিয়েছেন।
নিহত হাবিবুল্লাহ (২০) উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর পশ্চিম লেদার নয়াপাড়া এক্সটেনশন রোহিঙ্গা শরণার্থী শিবিরের আই-৮ ব্লকের বাসিন্দা হোসেন আহমদের ছেলে।
তবে হাবিবুল্লাহ গুলিবিদ্ধ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন জানালেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত নন বলে জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান বারী নুর।
তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের আই-ব্লকে হাবিবুল্লাহর কাছ থেকে ৮/১০ জনের অজ্ঞাত অস্ত্রধারী দল মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় হাবিবুল্লাহ বাধা দিলে দুর্বৃত্তরা গুলি ছুড়লে তা তার পেটে লাগে।
"পরে হাবিবুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বুধবার সকালে সেখানে অবস্থার আরও অবনতি হলে হাবিবুল্লাহকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।”
হাসান বারী নুর জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।