বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু তিনটি হত্যাসহ পাঁচ মামলায় আসামি ছিলেন।
Published : 26 Nov 2024, 07:42 PM
কারাগারে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার সকালে জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জে তিনি মারা যান।
শাহাদত আলম ঝুনুর সঙ্গে থাকা বন্ধু ফিরোজ হামিদ রিজভী বলেন, “ঝুনুর মরদেহ সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। মৃত্যু সনদ পাওয়ার পর তার মরদেহ বগুড়ায় নিয়ে আসা হবে।”
ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বগুড়ায় তিনজন নিহতের ঘটনায় দায়ের করা তিনটি হত্যা মামলাসহ পাঁচটি মামলার আসামি আওয়ামী লীগের এই নেতা। সরকার পতনের পর এসব মামলায় তিনি আসামি হন।
পরে ২৫ অগাস্ট তাকে ডিবি পুলিশ বগুড়ার বাসা থেকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি জেলা কারাগারে ছিলেন। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, “কারা কর্তৃপক্ষ দুপুর ১২টায় অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। হৃদরোগের কারণে উনার অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউশনে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়। আমরা তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে পাঠানোর কথা বলি।”
বগুড়ার জেল সুপার মো. ফারুক আহাম্মেদ বলেন, “শাহাদত আলম ঝুনু ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জ এলাকায় মারা গেছেন। জেলকোড অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্স কাভার করে না। সেখানে রোগীর সঙ্গে পুলিশ রয়েছে।”