সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরুর আগে এ অভিযান শুরু করল পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2023, 12:29 PM
Updated : 10 Feb 2023, 12:29 PM

ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা শুরুর আগে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় এ অভিযান চালানো হয়। ১১ ফেব্রুয়ারি জেলার নয় উপজেলার প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।  

গ্রেপ্তাররা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আনিসুর রহমান আনিছ, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদল নেতা কবির হোসেন, কালিয়া হরিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোকলেস হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম হোসেন, উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন যুবদল নেতা বুলবুল আহমেদ, একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান রিয়াদ, সলপ ইউনিয়ন যুবদল নেতা আমিরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সদস্য আসাব আলী, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন এবং ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, সদর উপজেলার শিয়ালকোল ও কালিয়া হরিপুরে অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, নাশকতার মামলায় বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ও ১৫১ ধারায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি জেলা শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে শান্তি সমাবেশ করবে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ ছাড়া বাকি আট উপজেলার প্রতিটি ইউনিয়নে একই দিনে একই ধরনের কর্মসূচি পালিত হবে।