“ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল ও নাদিম মারা যান।”
Published : 05 Jan 2025, 07:42 PM
নাটোরের সিংড়া উপজেলায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার বিকাল ৪ টার দিকে সিংড়া-নাটোর মহাসড়কে নিঙ্গুইন ও হাইটেক পার্কের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান জানান।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার খেয়ালী মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও একই গ্রামের মঞ্জুর আলমের ছেলে নাদিম মাহমুদ (৩০)।
আহত (৪২) মো. শামসুদ্দিন ওই এলাকার সাবের প্রামাণিকের ছেলে। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে মাহবুবুর রহমান বলেন, “মোটরসাইকেলে করে তিনজন বগুড়ার দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রুবেল ও নাদিম মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ উদ্ধার ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।”
বাস ও চালককে সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।