ভাই ভাই স্টোরকে দুই হাজার এবং রব স্টোরকে এক হাজার টাকা সচেতনতামূলক জরিমানা করা হয়েছে।
Published : 17 Aug 2024, 02:08 AM
মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে মাদারীপুর শহরের চরমগুরিয়া বাজারের কাঁচা তরকারি, মুদি, মাছ-মাংস ও মিষ্টি দোকানে মনিটরিং করা হয়। এতে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ‘তারুণ্যের শপথ সমাজকল্যাণ যুব সংঘ’ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচারপত্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ও প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়।
অভিযানের সময় অনিয়মের কারণে ভাই ভাই স্টোরকে দুই হাজার এবং রব স্টোরকে এক হাজার টাকা সচেতনতামূলক জরিমানা করা হয়েছে বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান।
অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে মনিটরিং করা হবে। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্যতালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সেজন্য অবগত করা হচ্ছে।