আন্দোলনকারীদের দাবি চার দফা থেকে এক দফায় এসে ঠেকেছে।
Published : 10 Jul 2024, 12:10 AM
কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে এক দফা দাবি আদায়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টা থেকে বেলা ৪টা পর্যন্ত এই অবরোধ করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের এক দফা হল- সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য (প্রতিবন্ধী ও আদিবাসী) কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।
অবরোধ চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, “এখন মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের জন্য ৩০ শতাংশ কোটা প্রথা বহাল থাকার কোনো যৌক্তিকতা নাই। ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের প্রেক্ষিতে সরকার সব কোটা বাতিল ঘোষণা করে। এর কারণ ছিল আমাদেরকে সব ধরনের ‘কোটাবিরোধী’ হিসেবে তুলে ধরা। কোটার যৌক্তিক সংস্কার চাই, তবে সেটা শুধু অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য।”
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব বলেন, “বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইমন বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করেছে সরকার। সাম্য, মানবিক মর্যাদা আর ন্যায়বিচারের চেতনাকে ৩০ শতাংশ কোটা দিয়ে অবমাননা করা হয়েছে। এটা ফিরিয়ে আনতে আমাদের এক দফা দাবি মানার বিকল্প নেই।
“আজকে অল্প সময় অবরোধ কর্মসূচি পালন করছি বলে আমাদের শক্তি-সামর্থ্য কমে গেছে বলে যারা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আগামীকাল (বুধবার) ছাত্র সমাজের পক্ষে রায় না এলে কঠোরতর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ২০১৮ সালের পরিপত্রকে হাই কোর্ট ‘অবৈধ’ বলে রায় দেওয়ার পর থেকে এর বিরুদ্ধে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশী শিক্ষিত তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওই পরিপত্র পুনর্বহালসহ আরও তিন দাবি নিয়ে ১ জুলাই থেকে আন্দোলনের ধারাবাহিকতায় গত তিন দিন বিভিন্ন সড়ক-মহাসড়ক কয়েক ঘণ্টার জন্য অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা।এতে যানজটে ভোগান্তির শিকার হনমানুষ।
আন্দোলনকারীদের দাবিও চার দফা থেকে এক দফায় এসে ঠেকেছে।
পুরানো খবর:
কোটার বিরোধিতা: বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা
কোটা: ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
কোটার রায় বহাল: জাবি শিক্ষার্থীদের ৩০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
কোটা: জাবি শিক্ষার্থীদের ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
কোটা: জাবি শিক্ষার্থীদের ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
কোটা বাতিলের দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
কোটা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-আরিচা সড়ক অবরোধ
মুক্তিযোদ্ধা কোটা বাতিল অবৈধ: রায় স্থগিত চেয়ে আবেদন