Published : 06 Feb 2025, 12:23 AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় জামিন পেয়েছেন চার শিক্ষার্থী; যারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
বুধবার বরিশালের মহানগর হাকিম নুরুন নাজমিন তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন বলে আদালতের জিআরও মো. হারুন জানান।
জামিন পাওয়ারা হলেন, রক্তিম হাসান, ইরাজ শরিফ, টিকলি শরিফ ও শেখ সাইফ।
আসামি পক্ষের আইনজীবী আবু আল রায়হান বলেন, গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্টার সানোয়ার পারভেজ লিটন বন্দর থানায় একটি মামলা করেন।
মামলার আসামি চার শিক্ষার্থী আদালতে হাজির হয়ে জামিন চান। বিচারক চারজনকে জামিন দিয়েছেন।
আদালতে বন্দর থানার জিআরও মো. হারুন বলেন, বুধবার চার আসামি জামিন নিয়েছেন। এর আগে মঙ্গলবার শাহরিয়ার সান নামে আরো একজন জামিন নেন। এ নিয়ে মামলার পাঁচ আসামি জামিন নিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের নিচ তলায় গ্রাফিতি অংকন কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় লোহার রড, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। জুলাই অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ন্যায় বিচার পেতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী ২৪ জনের বিরুদ্ধে ওই মামলা করে কর্তৃপক্ষ।
বুধবার জামিন পাওয়া শিক্ষার্থী রক্তিম হাসান বলেন, জামিন পাওয়া সবাই ছাত্রলীগের কর্মী। তাদের বিরুদ্ধে হয়রানিমূলক ওই মামলা করা হয়েছে।