অভিযোগপত্রটি শুনানির জন্য আগামী ৭ মে আদালতে উপস্থাপন করা হবে।
Published : 17 Apr 2023, 08:59 PM
নোয়াখালী সদরে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার সাত মাস পর গৃহশিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার এসএই স্পেসল্যাব চৌধুরী প্রমোজ জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় অভিযোগপত্র জমা দেন।
আদালত পরিদর্শক মো. শাহ আলম জানান, অভিযোগপত্রটি শুনানির জন্য আগামী ৭ মে আমলি আদালতে উপস্থাপন করা হবে।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকালে জেলা শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুরের বাসা থেকে তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় মামলা করার পর অদিতার গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে (২৬) পুলিশ গ্রেপ্তার করে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, স্কুলছাত্রী অদিতার সাবেক গৃহশিক্ষক রনি তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে ব্যর্থ হলে বালিশচাপা এবং গলা কেটে অদিতাকে হত্যা করে বলে এ মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
“জব্দ ছোরা, নিহতের ও আসামির জামা-কাপড়, বাড়ির তালা-চাবিসহ অন্যান্য আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার নথিতে ৩১ সাক্ষীর স্বাক্ষর ও আসামির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়া হয়।”
মামলার বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকালে শহরের পূর্ব লক্ষ্মীনারায়ণপুরে নিজ বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা রাজিয়া সুলতানা রুবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এরপর অদিতার সাবেক গৃহশিক্ষক রনি ও মো. ইস্রাফিল নামে স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এসপি জানান, ২৪ সেপ্টেম্বর রনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। রনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।
ইস্রাফিলকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।