সোমবার এ দুজনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
Published : 03 Mar 2025, 04:28 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার কালাইরাগ এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
গ্রেপ্তাররা হলেন- কালাইরাগ গ্রামের প্রদীপ দাস (৪৫) ও মো. আলা উদ্দিন (৩২)।
ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এ দুজনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।”
এজাহারে বাদী বলেছেন, রোববার সন্ধ্যায় কালাইরাগ গ্রামে একটি অনুষ্ঠানে যান ওই নারী। তিনি একটি নৃ-গোষ্ঠীর বাসিন্দা। এ সময় প্রদীপ ও আলাউদ্দিন তার কাছে গিয়ে বলেন, ‘তোমার মেয়ের জামাই আমাদেরকে পাঠাইছেন; তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে।’
তাদের কথায় বিশ্বাস করে দুজনের সঙ্গে টমটমে চড়ে রওয়ানা হন ওই নারী। কিন্তু তারা গ্রামের উত্তরে পাহাড়ের দিকে যেতে শুরু করলে বাধা দেন ভুক্তভোগী নারী। তখন দুজন ওই নারীর মুখ চেপে ধরে তাকে ধলাই নদীর তীরবর্তী ঝোপে নিয়ে যায়।
সেখানে একজন নারীকে ধর্ষণ করেন। পরে আরেকজন ধর্ষণ করতে গেলে ওই নারী তার চোখে-মুখে বালু ছিটিয়ে কৌশলে পালিয়ে যান।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেয়ের জামাইয়ের বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় বলে এজাহারে বলা হয়েছে।
ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হবে।”