এ ঘটনায় সাতজনকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
Published : 17 Dec 2024, 01:06 AM
ফেনী সদরে রাতে উচ্চস্বরে হর্ন বাজিয়ে মোটরসাইকেল নিয়ে আর্মি ক্যাম্পের সামনের সড়কে মহড়া দেওয়ার সময় কর্তব্যরত দুই সেনা সদস্য কারণ জানতে চাইলে তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার রাতে দায়িত্বরত ওই দুই সেনা সদস্যকে ধাক্কা দিলে তারা পড়ে গিয়ে আহত হন। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে সেনাবাহিনী।
সোমবার সন্ধ্যা পর্যন্ত আটকরা ফেনী মডেল থানা পুলিশ হেফাজতে আছেন বলে জানান থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
আটকরা হলেন- সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর এলাকার ফরিদুল ইসলাম, একই এলাকার মো. জিয়া উদ্দিন পাটোয়ারী, বরইয়া এলাকার মো. আবুল কাশেম বাচ্চু, মঠবাড়িয়া এলাকার জাকের হোসেন, জোয়ার কাছার এলাকার নজরুল ইসলাম, বরইয়া এলাকার মো. ছাইফ উল্লা এবং মো. আব্দুস সাত্তার।
এদের মধ্যে আব্দুস সাত্তার জেলা আইনজীবী সমিতির সভাপতি, জিয়া উদ্দিন পাটোয়ারী ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং অন্যরা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ ঘটনায় রাতেই কুমিল্লা সেনানিবাসের আওতাধীন ফেনী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশিকুর রহমান সাকিব ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ফেনীর পুরাতন বিমানবন্দর সেনাবাহিনীর আর্মি ক্যাম্পের সামনে দিয়ে রোববার রাত ৮টা ৪০ মিনিটেন দিকে একশটি বাইক নিয়ে মিছিল করে যাওয়ার সময় ক্যাম্পের সামনে অস্বাভাবিকভাবে হর্ন বাজাতে থাকে।
“আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার তাদের ক্যাম্পের সামনে আসার কারণ জানতে চেয়ে থামতে বললে তারা না থেমে ডিউটিতে থাকা সেনা সদস্যদের ধাক্কা দিয়ে ফেলে চলে যান। এতে আমাদের দুই সদস্য আহত হন। এ ঘটনার আটক সাতজনসহ অজ্ঞাতপরিচয় ৩০০ জন ছিলেন।”
ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, মধ্যরাতে ওই সাতজনকে থানায় হস্তান্তর করেছে ফেনী ক্যাম্পের কমান্ডার। বিকাল ৫টা পর্যন্ত তারা থানা হেফাজতে আছেন।
“আটকদের স্বজন, আইনজীবী সমিতি ও তাদের রাজনৈতিক সমর্থনকারী নেতারা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করছেন। পরবর্তী নির্দেশ পেলে আটকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে”, বলেন তিনি।