আয়োজকরা জানান, পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে উৎসব শেষ হবে রোববার।
Published : 20 Dec 2024, 10:54 PM
লোক সংষ্কৃতিকে জাগিয়ে তোলার লক্ষ্যে বাগেরহাটে হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা।
শিল্পকলা একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসবের প্রথম দিনে শুক্রবার বিকালে পৌর পার্কে লাঠি খেলা হয়।
এ ছাড়া কবিগান, জারি, বাউল গান, গাজীর গান ও যাদু প্রদর্শনীর আয়োজন করেছে কর্তৃপক্ষ।
আয়োজকরা জানান, পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে লোকনাট্য উৎসব শেষ হবে আগামী ২২ ডিসেম্বর।
লোক সংষ্কৃতি নিয়ে শিল্পকলা একাডেমির উদ্যোগের প্রশংসা করেছেন প্রবীণ অধ্যাপক বুলবুল কবির।
এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানায় এলাকাবাসী।
বাগেরহাটের জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম বলেন, “বাংলার হারিয়ে যেতে বসা ঐহিত্যবাহী লোকসংষ্কৃতি অর্থাৎ লাঠি খেলা, জারিগান, বাউলগান, কবিগান, পুতুল নাচ, যাদু প্রদর্শনী। এসব এখন বিলুপ্তির পথে। এদের বাঁচিয়ে রাখতে শিল্পকলা একাডেমি উৎসবের আয়োজন করেছে।
মানুষের মাঝে লোক সংষ্কৃতিকে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এই কর্মকর্তা।