হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, বলছে পুলিশ।
Published : 17 Mar 2025, 12:12 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
উপজেলার শাহপাড়া কলসি বটতলায় এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান।
নিহত ৩৫ বছর বয়সী মো. জোনায়েদ আলী জিসান গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুল মিয়ার ছেলে।
তিনি একই উপজেলার চক রহিমাপুর নূরানী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোজাফফর বলেন, “জুনায়েদ আলী গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, জুনায়েদের মৃত্যু হয়েছে।”
নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।