স্বেচ্ছাসেবক লীগ নেতা মনজুরের হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
Published : 09 Sep 2024, 02:05 PM
সিলেট নগরীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এব কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণ্যমাধম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে বনকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নগরীর ৭ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও কর্মী রুমেল আহমদ।
বনকলাপাড়া এলাকার বাসিন্দারা জানান, মনজুরের হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকার ভেতরেই তাদের বাসা থেকে সামান্য দূরে একটি দোকানের সামনে হামলা হয়।
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সায়ীদ মো. আব্দুল্লাহ বলেন, “বনকলাপাড়ার ভেতরে একটি দোকানের সামনে মনজুর ও রুমেলের ওপর হামলা তাদের ওপর হামলা হয়।
“পরে মনজুরকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তবে রুমেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলে শুনেছি।”