আটকরা শিশুটির বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।
Published : 25 Jun 2024, 02:22 PM
নরসিংদীর পলাশ উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক শিশুর মরদেহ তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছেন তিনজন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান।
তিন বছর বয়সী মাইশা আক্তার জয়নগর গ্রামের শিলবাড়ির মোড় এলাকার মেহেদী হাসানের মেয়ে।
পুলিশ জানায়, মাইশা শুক্রবার থেকে নিখোঁজ ছিল। সেদিন রাতেই পরিবারের লোকজন পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
আটকরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী এলাকার জালাল শেখ (৪৯), তার স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখ। তারা সবাই মেহেদী হাসানের বাড়ির ভাড়াটিয়া।
ডাংগা ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেন বলেন, “মাইশা গত শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে ঘটনার রাতেই পলাশ থানায় একটি লিখিত অভিযোগ করে তার বাবা।
“চারদিন পর ভোরে মাইশাদের বাড়ির ভাড়াটিয়া জামাল শেখ, স্ত্রী মাহফুজা শেখ ও ছেলে বিল্লাল শেখকে আটক করে র্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে মাইশার লাশ উদ্ধার করে পুলিশ ও র্যাব সদস্যরা।”
পরিদর্শক জসিম উদ্দিন বলেন, “এ ঘটনায় আটক তিনজনকে পলাশ থানায় হস্তান্তর করবে র্যাব। শিশুটিকে কি কারণে হত্যা করা হয়েছে তা আটকদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।”
মাইশার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।