“এই শহরে, এই সদরের কোন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোন জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, দেশ বিরোধী।”
Published : 29 Nov 2023, 07:28 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়েছেন জেলা ছাত্রলীগের এক নেতা।
বুধবার দুপুরে ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুর পক্ষে মতবিনিময় সভা থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের এ হুমকি আসে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-আওয়ামী লীগ থেকে ইঙ্গিত আসার পরও ছাত্রলীগ সভাপতির এমন বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলার নেতাকর্মীদের মধ্যে। যদিও নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন ওই ছাত্রলীগ নেতা।
নরসিংদী-১ আসনে বুধবার পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন চারজন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবারের পৌর মেয়র কামরুজ্জামান রয়েছেন।
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন তার বক্তব্যে বলেছেন, “কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষুধ নাই। ছাত্রলীগের কোন পোলাপান স্বতন্ত্ররে মানতো না।
“এই শহরের, এই সদরের কোন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোন জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী।”
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের বাসাই এলাকার অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন। এতে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হিরু, জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ভুইয়া, মোন্তাজ উদ্দিন ভুইয়া, এস এম কাইয়ুমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রিমনের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন বলেন, “সেখানে অনেকে অনেক বক্তব্য দিয়েছেন। এখন পোলাপান মানুষ কোথায় কীভাবে বক্তব্য দিসে, সেটা উল্লেখ করে পত্র-পত্রিকায় ছাপানো ঠিক না বলে আমি মনে করি।
“তবে এমন বক্তব্য আমরা সমর্থন করি না। আমরা সমঝোতায় নির্বাচন করতে চাই।”
রিমনের বক্তব্যে ছাত্রলীগ নেতাকর্মীরা বিব্রত বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাব্বির আহমেদ শিবলী। বলেন, “আমরা এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিকে জানানো হয়েছে।”
তবে নিজের বক্তব্যের পক্ষে সাফাই গেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, “আমার বক্তব্য হচ্ছে দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের বিরোধী।বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি।
“নৌকাকে পাস করানোর জন্য যা যা করার দরকার তাই করবো। প্রধানমন্ত্রী যে বলছে, দলীয় লোক স্বতন্ত্র প্রার্থী হতে পারবে এমন অথেনটিক কোন নিউজ আমি দেখি নাই।”
নরসিংদীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম বলেন, "কেউ কোনো প্রার্থীকে হুমকি দিলে, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে। তবে নির্বাচনি আচরণ তো পরের বিষয়, স্বাভাবিকভাবে কেউ কাউকে পেটানোর হুমকি দিলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।
“যে প্রার্থীকে হুমকি দিয়েছেন, সে যদি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন, তাহলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে আমরা কোনো অভিযোগ পাইনি।"
ছাত্রলীগ নেতার বক্তব্যকে সমর্থন করেন না বলে জানিয়েছেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম।
তিনি বলেন, “অপরিণত বয়সে রাজনৈতিক মাঠে অনেকেই অনেক কথা বলে। এটা অবশ্যই ভুল ও অনুচিত কথা। মানুষকে হুমকি-ধমকি, ভয় দেখানো আমি ব্যক্তিগতভাবে করি না, এসব সমর্থনও করি না।”