“আমাদের উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা। সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।”
Published : 19 Dec 2023, 03:59 PM
বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পারস্পরিক আস্থা ও আন্তরিক না থাকলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল।
মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউজে জেলার ছয় সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, আমাদের উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা। সে লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “এটাও স্পষ্ট করে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী আছেন তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তারা যদি তাদের মধ্যে পারস্পরিক আস্থা সংরক্ষণ করে সঠিক আচরণ না করেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন করাটা দুরূহ হয়ে পড়বে। আমাদের এই বার্তাটা সব প্রার্থীদের কাছে স্পষ্ট করে দিয়েছি। “
প্রধান নির্বাচন কমিশনার বলেন, “প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন তারা অবাধ সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করবেন। তারাও আশাবাদী এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।”
এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আবদুল বাতেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।