কুমিল্লায় দুই শিশুকে হত্যায় সৎ ভাইয়ের ফাঁসির রায়

২০১৬ সালে শফিউল তার দুই সৎ ভাইকে শ্বাসরোধে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 01:44 PM
Updated : 27 March 2023, 01:44 PM

কুমিল্লায় দুই শিশু সৎ ভাইকে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন সোমবার এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত শফিউল ইসলাম (২৫) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, শফিউল তার বাবার প্রথম ঘরের সন্তান। দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকের (৬) সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না।

“২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি শফিউল দুই সৎ ভাইকে শ্বাসরোধে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।”

পরে ওই দুই শিশুর মা রেখা বেগম কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। ওই বছর ১ মার্চ পুলিশ শফিউলকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্ত শেষে এসআই মো. আজিজুল হক ওই বছরের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।