রেললাইন হেঁটে পার হতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
Published : 04 Feb 2024, 05:25 PM
নেত্রকোণার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পথচারী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা বড় স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন।
নিহত হাবিবুর রহমান (৮০) চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের বাসিন্দা।
স্টেশন মাস্টার বলেন, নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১ আপ ট্রেনটি দুপুর সোয়া ১২টার দিকে চল্লিশা রেলওয়ে স্টেশনের দিকে আসছিল।
এসময় রেললাইন হেঁটে পার হতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
পরে শ্যামগঞ্জের রেল পুলিশ (জিআরপি) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]