এই বিশেষ ট্রেন ঈদের আগে ১৮ থেকে ২০ এপ্রিল এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল জয়দেবপুর-পঞ্চগড় চলাচল করবে।
Published : 19 Apr 2023, 07:57 PM
গাজীপুরের বিপুল সংখ্যক তৈরি পোশাক শ্রমিকের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জয়দেবপুর থেকে পঞ্চগড় পর্যন্ত পাঁচদিন বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে মঙ্গলবার।
যাত্রার প্রথম দিন মঙ্গলবার নির্ধারিত সময়ের একটু পরে ছেড়ে যায় ট্রেনটি। সন্ধ্যা সোয়া ৭টা থেকে আধাঘণ্টা দেরিতে পৌনে ৮টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়।
এই বিশেষ ট্রেন ঈদের আগে ১৮ থেকে ২০ এপ্রিল তিন দিন এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল দুই দিন জয়দেবপুর-পঞ্চগড় চলাচল করবে।
ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর জংশন স্টেশন থেকে ছেড়ে যাবে এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছবে পরের দিন ভোর ৫টা ২৫ মিনিটে।
আবার পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপর জংশন স্টেশনে পৌঁছাবে বিকাল ৩টা ৪৫ মিনিটে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, জয়দেবপুর জংশন থেকে প্রথম দিন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ট্রেনটি আধাঘণ্টা পরে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাড়ার কথা ছিল সন্ধ্যা সোয়া ৭টায়।
রেজাউল ইসলাম জানান, ৬৬৮ আসনবিশিষ্ট এই ট্রেনের ২৫ শতাংশ যাত্রী টিকেট কেটে দাঁড়িয়ে যেতে পারবেন। টিকেট যাত্রার দিনেও স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। প্রথম দিন জয়দেবপুর জংশন থেকে সব আসন পূর্ণ হয়েও দাঁড়িয়ে যাত্রীরা গন্তব্যে গেছেন।
জংশনে ট্রেন ‘মুভমেন্টজনিত কারণে’ এই ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে বলে রেজাউল জানান।
জয়পুরহাটে যাওয়ার জন্য জয়দেবপুর জংশন স্টেশনে অপেক্ষারত যাত্রী সালমা বেগম বলেন, “এবার ঈদযাত্রায় বিড়ম্বনা এড়াতে ঈদ স্পেশাল ট্রেনে যাওয়ার নিয়ত করি। সাধারণত বাসেই গ্রামের বাড়ি যাতায়াত করি। বাস যথাসময়ে ছেড়ে যায়। কিন্তু শুরুর দিনই ট্রেন ছাড়তে বিলম্ব হয়। গরমের মধ্যে অপেক্ষা করা খুবই কষ্টের ছিল।”
পোশাক শ্রমিকদের কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষের এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।
ট্রেনটি চালু উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত ৫ এপ্রিল দুপুরে জয়দেবপুর জংশন স্টেশনে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান জানান, গাজীপুরে প্রচুর গার্মেন্টস রয়েছে। সেখানে লাখ লাখ শ্রমিক কাজ করে। তাদের কথা বিবেচনায় নিয়ে এবার ঈদে বিশেষ ট্রেন চলাচল করছে। তবে অন্যরাও এতে যাত্রী হতে পারবেন।
“ঈদের আগে ১৮ থেকে ২০ এপ্রিল এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল ট্রেনটি জয়দেবপুর-পঞ্চগড় পথে যাত্রী নিয়ে চলাচল করবে।”
তিনি জানান, ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট ও সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে।
এই বিশেষ ট্রেনের টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে ক্রয় করতে হবে বলেও তিনি জানান।
শফিকুর রহমান আরও বলেন, ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকেও উত্তরবঙ্গগামী আরও একটি স্পেশাল টেন চলাচল করবে। এ ছাড়া অন্যান্য দিনের মতো সব ট্রেন সময়সূচি মেনে চলাচল করবে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তা নিশ্চিতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ৭ এপ্রিল। সব ট্রেনের টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে ক্রয় করা হয়।
একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকেট ক্রয় করতে পারবেন। যার জাতীয়পত্র ব্যবহার করে টিকেট ক্রয় করা হবে তাকে অবশ্যই ট্রেনে উপস্থিত থাকতে হবে।
টিকিটগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে ক্রয় করা যাবে। এজন্য অবশ্যই আগে থেকে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ কার্যক্রম ১ মার্চ থেকে শুরু হয়েছে।