বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের আদা ম্রো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Published : 25 Oct 2023, 11:14 PM
বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক নারীসহ তিনজন নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা ম্রো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান থানচি থানার ওসি ইয়াসিন আরাফাত।
নিখোঁজরা হলেন- উপজেলার ছোট মদক অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমি (৪৫) ও একই পাড়ার নারী লংরে খুমি (২১), চয়অং খুমি পাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।
নিখোঁজদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে ছোট মদক অংলে খুমি পাড়া থেকে নয়জন রেমাক্রী বাজারে যান পরিবারের প্রয়োজনীয় বাজার করতে। বিকালে ফেরার সময় নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এতে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন।
সাঁতরে তীরে উঠতে পারা এক ব্যক্তি জানান, নদে পানি বেশি ছিল এবং নৌকায় যাত্রীও বেশি ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, “যেহেতু দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ফলে রাতে আমরা সংবাদটি পেয়েছি। ফায়ার সার্ভিস ও পুলিশকে বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার কাজ শুরুর কথা বলা হয়েছে।
ফায়ার সার্ভিসের থানচি স্টেশনের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, “নৌকা ডুবির খবর পেয়েছি। উদ্ধারের জন্য সকালে ঘটনাস্থলে যাব।”
থানচি থানার ওসি ইয়াসিন আরাফাত বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি রাত ৮টার দিকে। যেহেতু রাত হয়ে গেছে, এলাকাটি দুর্গম তাই সকালে রওনা দেব।”