নারায়ণগঞ্জে দেড় কেজি হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

আটক ১ কেজি ৬০০ গ্রাম হেরোইনের মূল্য অন্তত তিন কোটি বিশ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2023, 12:03 PM
Updated : 16 Jan 2023, 12:03 PM

নারায়ণগঞ্জে এক কেজি ছয়শ গ্রাম হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করেছেন পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।   

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, রোববার রাতে শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার মাসুম সরকার (১৯) কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুরের ছেলে। রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি।

সংবাদ সম্মেলনে এসপি গোলাম মোস্তফা রাসেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে অবস্থান নেয় ডিবি পুলিশ। বন্ধু পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে রোববার রাত সোয়া ২টার দিকে গ্রেপ্তার করা হয় মাসুমকে।

“ওই তরুণ ১৬টি প্যাকেটে মোড়ানো ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন বহন করছিল। এই পরিমাণ হেরোইনের বাজারমূল্য অন্তত তিন কোটি বিশ লাখ টাকা।”

হেরোইনের এই চালানটি কোথা থেকে এসেছে এবং এই চোরাচালানের সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।