সিলেটে ১৯৪টি ভারতীয় মোবাইল উদ্ধার, মামলা দায়ের 

জৈন্তাপুরের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এলাকা থেকে মোবাইল ফোনগুলো আটক করা হয়।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2023, 05:09 PM
Updated : 9 Feb 2023, 05:09 PM

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় প্রায় দুইশ মোবাইল ফোন আটক হয়েছে, যেগুলো ভারতে থেকে চোরাচালানে এসেছে বলে বিজিবি জানিয়েছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়েছে বলে জৈন্তাপুর থানার ওসি মো. ওমর ফারুক জানান। 

বুধবার বিজিবির টহল দল জৈন্তাপুরের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল এলাকা থেকে মোবাইলগুলো আটক করা হয়। 

ওসি ওমর ফারুক জানান, বিজিবির শ্রীপুর ক্যাম্পের নায়েব সুবেদার মকবুল হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায়

মো. জয় আলী (২৫) ও মো. আসাদ উদ্দিনের (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। 

মামলার অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার বিকালে বিজিবির শ্রীপুর ক্যাম্পের নায়েব সুবেদার মকবুল হোসেনসহ একটি দল শ্রীপুর এলাকায় বিশেষ টহল দিচ্ছিলেন। চোরাচালানের গোপন সংবাদ পেয়ে তারা জৈন্তাপুরের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে অবস্থান নেন।

তারা সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামালে অটোরিকশাচালকসহ ভেতরে থাকা ব্যক্তিরা সড়কের পাশে সেটিকে রেখে পালিয়ে যায়। পরে অটোরিকশা থেকে ১৯৪টি ভারতীয় পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ও ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। 

ওসি ওমর ফারুক জানান, জব্দ মালামালগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ ১৫ হাজার। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে পলাতক ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা যায়। 

এর আগে গত বছরের ১৫ এপ্রিল সিলেটের শাহপরাণ থানা পুলিশ ১০০টি ভারতীয় মোবাইলসহ এই জয় আলীসহ তিনজনকে আটক করেছিল। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করেছিল।