চাঁপাইনবাবগঞ্জ-৩ উপ-নির্বাচন: ভোটকেন্দ্র থেকে হাতবোমা উদ্ধার

ভোট শুরুর আগে এই কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2023, 07:22 AM
Updated : 1 Feb 2023, 07:22 AM

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে হাতবোমাটি উদ্ধার করা হয় জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি একে এম আলমগীর জাহান।

তিনি বলেন, “ভোটকেন্দ্রের বাইরের দিকের একটি কোনা পরিত্যক্ত অবস্থায় হাতবোমাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

হাতবোমাটি নিষ্ক্রিয় করতে পুলিশের অভিজ্ঞ টিম সেখানে রয়েছে বলে জানান ওসি।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে এই কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রিজাইডিং অফিসার শহিদুজ্জামান জানান, সকালে ভোট গ্রহণ শুরুর আগে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হল লিটন ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ইমিএমে ত্রুটি থাকায় সে সময় কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়নি। এর কিছুক্ষণ পরই ভোট গ্রহণ শুরু হয় বলে জানান প্রিজাইডিং অফিসার।

আরও পড়ুন

Also Read: চাঁপাইনবাবগঞ্জ-৩: ভোটের শুরুতেই ধাওয়া-পাল্টা ধাওয়া