লোডারের কাজ করার সময় অসাবধানতাবশত জালাল পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
Published : 06 Aug 2023, 04:00 PM
গাজীপুরে একটি গার্মেন্টসের পাঁচ তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় কোনাবাড়ীর বিসিক এলাকার একতা নিট ফেব্রিক্স কারখানায় এ ঘটনা ঘটে বলে কোনাবাড়ী থানার এসআই মো. কামরুজ্জামান লিটন জানান।
নিহত মো. জালাল উদ্দিন (৪৫) রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কালিয়াকৈরের কামরাঙ্গাচালা এলাকায় ভাড়া বাসায় থেকে ওই গার্মেন্টসে লোডার শ্রমিক হিসেবে কাজ করতেন।
গার্মেন্টসের অন্য শ্রমিকদের বরাত দিয়ে এসআই কামরুজ্জামান লিটন বলেন, জালাল ওই গার্মেন্টসের পাঁচ তলায় লোডারের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।
তিনি বলেন, তাৎক্ষণিক ভাবে কারখানার কর্তৃপক্ষ তাকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আও বলেন, “পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।