এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
Published : 10 Aug 2024, 02:36 AM
নোয়াখালীর সেনবাগে স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে অপহরণের চেষ্টার সময় গ্রামবাসীর হাতে আটক হন এক যুবক। পরে থাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই নারীর বাবা জানান, চার বছর আগে প্রসেনজিৎ নামে কুমিল্লার এক যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রসেনজিৎ তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি ৩ লাখ টাকা দিলেও তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলতেই থাকে।
দুবছর আগে মেয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসে জানিয়ে তার বাবা বলেন, “এরপর এক সালিশ বৈঠকে দুজনের ছাড়াছাড়ির সিদ্ধান্ত হয়। বিচ্ছেদ কার্যকরের আগে মেয়েকে ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের কথা ছিল প্রসেনজিতের।” মেয়েটির বাবা আরও বলেন, টাকা পরিশোধে অস্বীকৃতি জানানোর পর তার মেয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলায় হাজিরা দিতে গেলে দেড় মাস আগেও একবার স্বামীসহ কয়েকজন আদালত চত্বর থেকে তার মেয়েকে অপহরণের চেষ্টা চালায়।
তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তার মেয়ে রক্ষা পান জানিয়ে ওই বৃদ্ধ বলেন, “সবশেষ বৃহস্পতিবার দুটি মাইক্রোবাসে করে ১৭-১৮ জনের একটি দল আমার বাড়িতে হানা দিয়ে মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মেয়ের চিৎকারে গ্রামবাসী এসে গাড়িতে ভাঙচুর চালায়। প্রসেনজিতসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।”
সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে দেশের এ পরিস্থিতিতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন থেকে বিরত থাকার কারণে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি।