দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ৭ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
Published : 17 Oct 2024, 12:45 AM
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নোয়াখালী জেলা কমিটি।
বুধবার দুপুরে নোয়াখালীর টাউনহলের মোড়ে সংগঠনটির জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।
এতে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া।
দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রান্তিক ও মধ্যবিত্তের জন্য রেশনিং ব্যবস্থা চালু ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার লুটপাট মুক্তকরণ; পণ্য সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজি, সিন্ডিকেটবাজি রোধ; বিদ্যুৎ, গ্যাস, তেল, পানি, মোবাইলের কল চার্জ, ইন্টারনেট, চাকরির আবেদন খরচসহ সব পাবলিক ও রাষ্ট্রীয় সেবার মূল্য কমানো; পণ্য পরিবহনে ট্রেন ও নদীপথ ব্যবস্থা ও স্টোরেজ ব্যবস্থার সহজীকরণ; শুল্ক ব্যবস্থাকে উৎপাদন সহায়ককরণ; সরকার ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা।
দিদারুল ভূঁইয়া বলেন, গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখনো ঝুঁকিমুক্ত নয়। দেশে-বিদেশে হাজারো ষড়যন্ত্র এখনো চলছে। সব ষড়যন্ত্র নস্যাৎ করে রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার পথে সরকারের একটি প্রধান কাজ হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এ লক্ষ্যে সরকারকে সব সহযোগিতা করতে রাষ্ট্র সংস্কার আন্দোলন সর্বদা প্রস্তুত।
জেলা কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, লুটপাট, পাচার ও দ্রব্যমূল্য বৃদ্ধির সকল ষড়যন্ত্রের বিপক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলন নোয়াখালী জেলা কমিটির সব নেতাকর্মী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সোচ্চার আছেন ও থাকবেন।
জেলার আহ্বায়ক শহীদুল ইসলাম শান্ত বলেন, ২০১৮ সাল থেকেই রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে সংগঠনটি। আজ রাষ্ট্র সংস্কারের দাবি সবার মুখে মুখে। এর বিরুদ্ধে দ্রব্যমূল্যের লাগামহীনতাসহ বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন জনগণের পক্ষের রাষ্ট্র বানিয়েই ছাড়বে।
নোয়াখালী সুপার মার্কেট কমিটির সভাপতি ইকরাম উল্লাহ ডিপটি, সুশাসনের জন্য নাগরিক-সুজনের নোয়াখালী কমিটির সাধারণ সস্পাদক আবু নাছের মঞ্জু, সাংবাদিক এআর আজাদ সোহেল, রাষ্ট্রচিন্তার সদস্য নফিউল ইসলাম মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
কমিটির উপদেষ্টা নুর আহমেদ, সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দিন শিপন, সদস্য নুর আলম কিরণ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন ও এলাকাবাসী মানববন্ধনে যোগ দেন।
পরে সাত দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।