কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি বন্ধ রাখা হয়েছে, বলেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক।
Published : 24 Jan 2025, 11:17 PM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে।
শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে বলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, আরিচা ঘাটে ফেরি চিত্রা ১০টি ট্রাক নিয়ে লোড অবস্থায় রয়েছে। ধানসিঁড়ি-হামিদুর নামের দুটি ফেরি ২ নম্বর ঘাটে রয়েছে। শাহ আলী নামের ফেরি ৩ নম্বর ঘাটে আছে।
কিষাণী ও খানজাহান আলী নামের দুটি ফেরি রয়েছে কাজিরহাট প্রান্তে।